Lyric-Voice: Kabir Suman
একটু আগেই তুমি কানে কানে বলেছিলে তাকে
চিরবিদ্রোহ নিয়ে আমি ভালোবেসেছি তোমাকে
প্রতিটি চুমুর ফাঁকে ছিল সংগ্রামের শপথ
একদিন আসবেই সাম্যের শুভ মহরৎ
একটু আগেই তুমি সবকিছু ভুলে মশগুল
তোমার আদরে রং ঢেলেছিল বনের শিমূল
প্রেমিকার দেহে ছিল উর্বর মাটির শপথ
আমাদের সন্তান সাম্যের শুভ মহরৎ
একটু আগেই তুমি তানিয়ার দেহের সুবাসে
মাতাল হয়েছ চে,রমণীর ঘন নিঃশ্বাসে
দেহের আস্ফালনে পুরুষের আদিম শপথ
তোমারই,তোমারই আমি। সাম্যের শুভ মহরৎ
একটু আগেই তার আকুল আলিঙ্গনে বাঁধা
তুমি ছিলে শ্যাম,আর সে তোমার চিরকাল রাধা
বাঁশি না থাকুক,ছিল আশ্লেষে মরার শপথ
খোদার কসম জান,সাম্যের শুভ মহরৎ