Posted on May 17, 2013 by Kabir Suman Wrote this song and put it to tune on 16 May, 2013. Recorded it with three guitar tracks on 17 May, 2013. Recorded and mixed on a 16 track digital recorder.
-Kabir Suman.
Lyrics,Tune and Voice: Kabir Suman
একটি প্রেমের গান
তুমি হবে পেত্নী আমি হব ভূত
জীবন্ত মানুষের কাছে অচ্ছুত
ভাবলেই রামনাম, দেখলেই শেষ
অনাথবাবুর ভয় ভূতের স্বদেশ।
ভবিষ্যতের কথা সিনেমায় থাকে
ভূতের ভবিষ্যৎ বাঙালি পোশাকে
ভূতের অতীত নেই, নেই ভাবীকাল আছে
শুধু রাত্তির, ভূতের কপাল।
মৃত্যুর পরেই এ ভূতের কপালে
যদিদং হৃদয়ং তুমি বর্তালে।