Lyric written on 30 July 2012, put to tune,recorded, edited and mixed on 3 August 2012.
Lyric,Tune,Voice: Kabir Suman
আদর
"আদর" শুধু এটুকুই এসএমএস
রংধনু আর সাত সমুদ্র তেপান্তরের দেশ।
"আদর" শুধু এটুকুই সেলফোনে
বাকি সব রাখা রূপকথা মাখা রাজকুমারীর মনে।
"আদর" শুধু এটুকুই পেতে পারি
বুড়ো সং আর কতটুকু পাবে জানেন রাজকুমারী।
"আদর" শুধু এটুকুই যেন সব
কাঁপা হাতে আর বুড়োটে গলায় র্যাপসডি সম্ভব।
"আদর" শুধু এটুকুই হল গান
রাজকুমারী তো রাজকুমারের সঙ্গেই চ'লে যান।