Singer: Asif Akbar
Lyric & Tune: Kabir Suman
Music: Ujjal Sinha
আমার একার নয়
কোথাও কিচ্ছু আমার একার নয়
আমার দোয়েল তোমার দোয়েল হয়
সূর্য ওঠে,রাত কেটে যায় পূবে
এই সূর্যই পশ্চিমে যায় ডুবে
সকাল থেকে কেমন সন্ধ্যে হয়
কোথাও কিচ্ছু আমার একার নয়
মোয়াজ্জিনের আজান ডাকে রোজ
শাঁখের সুরে সন্ধেবেলায় খোঁজ
ঘন্টা বাজে গির্জায় রোববার
এই দুনিয়া সব্বার সব্বার
অ্যান্ড্রু কিশোর চ'লে গেলেন দূরে
ফিরে গেলেন চেনা গানের সুরে
চ'লে গেলেন আজাদ রহমান
রেখে গেলেন গানের পরে গান
সূর্য ওঠে গানের মতো একা
গানের মতো সবাইকে দেয় দেখা
এ গান যেন সব্বার গান হয়
কোথাও কিচ্ছু আমার একার নয়