Becharira

posted on Nov 14, 2014

বেচারিরা
 
ওরা গাল দেয় আমি কলমা পড়েছি ব'লে 
মুসলিম বিদ্বেষের তোলে নিশান 
জন্মের ঘৃণা লুকনো অস্ত্র খোলে 
আমি গর্বিত বাঙালি মুসলমান।
 
ওরা রাগ করে আমি নাম পালটেছি ব'লে 
পালটাইনি তো ওদের কারুরই নাম 
সংখ্যাগুরুর দিইনি তো কান ম'লে
আমার সুরেই রাসলীলা রাধাশ্যাম।
 
ওরা কাছে-দূরে গালাগাল করা দল 
যেন চিৎকারে ভয় পাবে ইসলাম
পাকস্থলীতে কিবা পানি, কিবা জল 
অমোঘ মৃত্যু বৃথাই তুলকালাম।
 
ওরা মুসলমানকে চিনেছে জঙ্গি ব'লে 
হরির চরণকমলে আমির খান 
ফয়াজ খানের ভজনে সকাল হলে 
আমি গর্বিত সুরেলা মুসলমান।
 
ওরা মামলা করবে তারপরে হব খুন 
মোল্লা সুমন গেলেও থাকবে গান 
বাংলার হাওয়া করবেই গুনগুন 
গানের আদর তোমাকে দিলাম, জান।

Kabirkatha © 2024. All rights reserved.