Boro Kachh Theke Chhilo Guli Ta A Song For Azad

"Chemkuri Azad Rajkumar, the Maoist leader who was taking a major role in making a dialogue between the Government of India and the CPI (Maoist) possible was shot dead by the police. The police claimed it was an encounter death. But it was not so. Recently the OUTLOOK brought out an investigative report that shows that it was a murder in cold blood."

-Kabir Suman .

Posted on January 12, 2011 by Kabir Suman

Lyric, Tune, Voice: Kabir Suman

বড় কাছ থেকে ছিল গুলি'টা 

বড় কাছ থেকে ছিল গুলি'টা 
বুক টিপ করে নয় খুলিটা
পোড়া দাগওলা ওই গর্ত 
হল গণতন্ত্রের শর্ত 

বড় একা ছিল বুঝি লোকটা
ইতিহাসে ছিল বুঝি চোখটা
দুটি চোখ বুজে হ'ল শান্ত
তার হদিশ ক'জন জানত

কারা ছিল আছে কারা থাকবে
কারা কথা দিলে কথা রাখবে
কারা জীবনের বাজি ধরবে
যারা বীর,তারা শুধু মরবে

কত এনকাউন্টার চাইছ
গণতন্ত্রের গান গাইছ
কোন গানের অর্থ বুঝব
আমি আজাদ'কে শুধু খুঁজব


Kabirkatha © 2024. All rights reserved.