"The Song I have made for 'Sroter Panchali', our theme presentation for Durgotshob at the Baishnabghata Balok Shomiti premises. I used a Zoom 16 digital multitrack recorder and several VSTI software for the recording and mixing."
-Kabir Suman
Posted on 21st October,2014.
স্রোতের পাঁচালি
বয়ে গেছ নিজের খেয়ালে
বয়ে গেছ এই পথ দিয়ে
বয়ে গেছ গাঙুরের স্রোত
বাংলার বেহুলা'কে নিয়ে
সাতডিঙা মধুকর ছিল
ডুবিয়েছে মনসার রাগ
বয়ে গেছ নিজের খেয়ালে
ধুয়ে দিয়ে রক্তের দাগ
সনকার ছয় ছেলে গেল
তবু ঢিঁটে সদাগর চাঁদ
কঠোর শৈব সেই বেনে
মানবেনা মনসার ফাঁদ
পুজো দেবো শিবের পায়েতে
মনসা তো চ্যাং মুড়ি কানি
তাই কাল নাগিনীর বিষে
লখিন্দরের প্রাণহানি
তুমি সব কাহিনী বয়েছ
চির এয়ো বেহুলার সিঁথি
লখিন্দরের মৃতদেহ
তোমার স্রোতেই সে অতিথি
যে বাংলা মনসা'কে চেনে
সে কখনও বৈদিক নয়
পরাজিত হন চাঁদ বেনে
মনসার এখানে বিজয়
বেহুলাও বিজয়িনী সতী
স্বামী'কে ফিরিয়ে দেন প্রাণ
সনকার ছয় ছেলে ফেরে
তোমারই ধারায় তার গান
একদিন মজে গেছ তুমি
মজে গেছে গাঙুরের ধারা
করের গঙ্গা হলো স্মৃতি
স্মৃতি ধরে আমাদের পাড়া
স্মৃতি ধরে বৈষ্ণবঘাটা
আদ্যিকালের সে কথক
সাধারণ মানুষের কথা
স্রোতের পাঁচালি হয় হোক।