Chol Shulko Barai

Posted on April 25, 2013 by Kabir Suman

 

For this song (a parody) I have gratefully borrowed the melody, the rhythm and the structure of the great Brotochari song "chol kodal chalai/ bhule maner balai." I have written the words, made the song, recorded and mixed it on 25 April, 2013, following Mr Sudipto Sen's arrest and the Hon'bl Chief Minister's press statement that she intended to increase the tax on tobacco products to raise money to pay back those poor people who had invested in Mr Sudipto Sen's chit fund. It's a parody without any malice. It's just a critique. I salute the great Gurusaday Dutta, the founder of the Brotochari Movement which hardly exists in our Bengal any more. KabirSuman.

চল শুল্ক বাড়াই
 
চল সিগারেট খাই 
ভুলে বুকের বালাই 
ঝেড়ে অলস ফুসফুস 
হবে সরকার ঝালাই।
 
যত গরিব মানুষ 
বলবে পালাই পালাই 
সুদীপ্ত সেন যেন 
খান ক্ষীর আর মালাই।
 
চল শুল্ক বাড়াই 
ভুলে যুক্তির বালাই 
নিয়ে লোকের টাকা 
হবে চুরি ঝালাই।
 
লোকের টাকা নিয়ে 
দেব টাকা ফেরত 
চিটিং ফান্ড রাজনীতি 
হল চুরির আড়ত।
 
চল কাগজ বানাই 
ভুলে কাজের বালাই 
ফুঁকে শাসক শিঙা 
টিভি চ্যানেল চালাই।
 
গণতন্ত্র বাংলায় 
চিটিং ফান্ডের জামাই
জন প্রতিনিধি করে 
দেদার কামাই।
 
চল সিগারেট খাই 
চল শুল্ক বাড়াই 
চল কাগজ বানাই 
টিভি চ্যানেল বানাই
 

Kabirkatha © 2024. All rights reserved.