Debashish

Posted on December 15, 2013 by Kabir Suman.

 

দেবাশিস

দেবাশিস দেবাশিস

তোমার-আমার তখন আঠেরো

রোমাঞ্চ ফিসফিস।

 

ক্রিকেটের পরে হাত ধ'রে ফেরা শীতের সন্ধে নামে 

যেখানে তোমার গায়ের গন্ধে আমার শরীর ঘামে।

একদিন লেকে কাঁধে হাত রেখে তুমি-আমি মুখোমুখি 

প্রথম চুমুর আবিষ্কারেই আমরা দু'জন সুখী।

 

তারপর এক ছুটির দুপুরে শরীরে-শরীরে খোঁজা

দুটি তরুণের ভালোবাসা আর কামনার ভাষা বোঝা।

অঙ্গে-অঙ্গে আবিষ্কারের নাছোড়বান্দা সুখ 

অপলকে শুধু দেখেছিলে তুমি ব্রণভরা এই মুখ।

 

ভুলে যাওয়া বাকি দুনিয়া'টা শুধু আদরে-আদরে মেশা

দুটি তরুণের আলিঙ্গনেই প্রথম প্রেমের নেশা।

 কীসের আইন কীসের বিধান তিনশো সাতাত্তর

প্রথম প্রেমিকা দেবাশিস আমি প্রথম প্রেমিক তোর।


Kabirkatha © 2024. All rights reserved.