Lyric-Music-Composition: Kabir Suman
Voice: Sabina Yasmin & Yasmeen Fairooz (Bnadhon)
এ-দিন যায় ও-দিন আসে
এ-দিন যায় ও-দিন আসে
নতুন হাওয়ায় পুরোনো ঘাসে
অন্য ভোরে হঠাৎ ভাঙে ঘুম
আসেই দিন,আসেই ফের
হয়তো থাকে স্মৃতির জের
এখন উৎসবের মরশুম...
ক্যালেন্ডার নতুন বুঝি
আগামীতে তোমায় খুঁজি
আবার আমি শুরুর পথে আসি
সড়ক জানে চলার মানে
তোমার-আমার নতুন গানে
নতুন করে বাঁচতে ভালোবাসি...
আরেকদিন চলো আবার
ওই তো হ'ল রাত কাবার
এমনি ক'রে নতুন ভোর আসে
এ-দিনটাও কাটবে ফের
থাকবে কিছু স্মৃতির জের
পথিক তবু চলতে ভালোবাসে...