E Din Noy

Posted on February 16, 2011 by Kabir Suman ------------ The song was made in 1986. I wanted to write a Bengali song on the structure of 'I Just Called to Say I Love You', the Stevie Wonder song I heard in 1983 in the USA. I added an Antara, the melody of which is not by Stevie. It is not a love song. It is a song of dejection. I never recorded it. Now recording it at home on an electronic piano and a digital recorder. Recorded in September, 2010. Kabir Suman .

এ দিন নয়
 
কোনো উৎসবের দিন নয় 
এ দিন নয় ক্যালেন্ডারে লালে লেখা 
কোনো সুখবর আসেনি 
আজ আসেনি হঠাৎ কোনো খুশির হাওয়া।
 
সমারোহের দিন নয় 
এ দিন নয় আলোগুলো জ্বেলে দেবার 
সুজন কেউ আসেনি 
ঘরে আমার জমে আছে যে অন্ধকার।
 
এ দিনকাল শুধু অপেক্ষার 
এ দিনকাল শুধু পথ চাওয়ার 
এ দিনকাল শুধু অপেক্ষার 
শুধু পথ চেয়ে চেয়ে থাকার।
 
যাবার পথ নেই তেমন নেই তেমন 
ফেরার পথ ফেরারি ছায়া বিলীন 
বাঁচার হিসেব আমি অবসাদ 
আমার সময় সে ক্লান্তিতে যে অন্তরীণ
 
সিগারেটে ধোঁয়ায় ধোঁয়ায় 
দেখি ছায়া নড়ে চড়ে বুকে আমার 
আমার বুকে ঢেকেছে মুখ 
বেঁচে থাকা আমার একা বেঁচে থাকা।
 
এ দিনকাল শুধু অপেক্ষার 
এ দিনকাল শুধু পথ চাওয়ার 
এ দিনকাল শুধু অপেক্ষার 
শুধু পথ চেয়ে চেয়ে থাকার।
 
 
 

Kabirkatha © 2024. All rights reserved.