Posted on 06.06.2022.
Lyric,Tune,Voice:Kabir Suman
এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে
জেনে নাও কৃষ্ণকুমার এ গান তোমায় ভালবাসে
তোমাকে চিনতাম না,জানতাম না তুমি এমন
আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন
শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে
এসেছ আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী
কোনো এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী
এ শহর তোমারও ঘর,তোমার শহর,তোমার মাটি
বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি
ফিরবে তাদের কাছেই,যেমন স্মৃতি ফিরে আসে