Singer : Asif Akbar & Kabir Suman
Lyrics & Composition : Kabir Suman
Music Arrangements : Ujjal Sinha
আসিফ চলছে একান্নয়
কবীর চলছে তিয়াত্তর
চলতে চলতে রাত ফুরোয়
রাত পেরোলেই আসবে ভোর
আসিফ এখনও গানই গায়
কবীর গাইছে একই গান
গানেই দু'জন বাঁচতে চায়
এক প্রাণ ছুঁয়ে আরেক প্রাণ
মাতৃভাষায় আসিফ আর
কবীর দুজন একই মন
একই গানের জিম্মাদার
এই আকবর,ওই সুমন