Ei Akbar Oi Suman

Singer : Asif Akbar & Kabir Suman

Lyrics & Composition : Kabir Suman

Music Arrangements : Ujjal Sinha

আসিফ চলছে একান্নয়
কবীর চলছে তিয়াত্তর
চলতে চলতে রাত ফুরোয়
রাত পেরোলেই আসবে ভোর

আসিফ এখনও গানই গায়
কবীর গাইছে একই গান
গানেই দু'জন বাঁচতে চায়
এক প্রাণ ছুঁয়ে আরেক প্রাণ

মাতৃভাষায় আসিফ আর
কবীর দুজন একই মন
একই গানের জিম্মাদার
এই আকবর,ওই সুমন


Kabirkatha © 2024. All rights reserved.