Ekushe February R Daak

Singer: Asif Akbar

Lyric/tune: Kabir Suman

Music Arrangement: Ujjal Sinha

একুশে ফেব্রুয়ারির ডাক

আমার ভাষার একুশে
ফেব্রুয়ারি'র ডাক
সবার ভাষার জন্য
চিরকাল বেঁচে থাক

বাহান্ন সেই সাল
মুক্তির আহ্বান
নিশানের মতো ওড়ে
মাতৃভাষার গান

সবার মাতৃভাষা
যে ভাষা হোক না কেন
একুশে ফেব্রুয়ারি
সম্মান দেয় যেন

বাংলার পাশাপাশি
সব ভাষা বেঁচে থাক
একুশে একুশে একুশে
ফেব্রুয়ারির ডাক


Kabirkatha © 2024. All rights reserved.