Jekhane Ruti Jekhane Bhaat

"Song written and put to tune by me being played by my friends - Raka, Moumishti, Dipanwita, Soumyobroto, Subham, Subhabrata, Sambit. Video: Soumi #NO_NRC #NO_CAA #NO_NPR"

-Kabir Suman

যেখানে রুটি যেখানে ভাত

যেখানে রুটি যেখানে ভাত
সেখানে দিন সেখানে রাত
সেখানে থেকে যাই
সেখানে দেশ আমার দেশ যাবো কোথায় ভাই।

এখানে ফেলি গায়ের ঘাম
মানুষ হ'ল আমার নাম
ভারতবাসী পরে
গতরে খেটে পয়সা পাই দেশ'কে পাই ঘরে।

জানি না কোথা থেকে এসেছি
এ দেশটাকে ভালবেসেছি
আমিও ভারতীয়
কোথায় দেবে তাড়িয়ে ভাই রাস্তা বলে দিও।


Kabirkatha © 2024. All rights reserved.