যেখানে রুটি যেখানে ভাত
যেখানে রুটি যেখানে ভাত
সেখানে দিন সেখানে রাত
সেখানে থেকে যাই
সেখানে দেশ আমার দেশ যাবো কোথায় ভাই।
এখানে ফেলি গায়ের ঘাম
মানুষ হ'ল আমার নাম
ভারতবাসী পরে
গতরে খেটে পয়সা পাই দেশ'কে পাই ঘরে।
জানি না কোথা থেকে এসেছি
এ দেশটাকে ভালবেসেছি
আমিও ভারতীয়
কোথায় দেবে তাড়িয়ে ভাই রাস্তা বলে দিও।