Kara Nilo Lut Kore

Vocals: Armaan Siddiqui

Lyrics, Composition: Kabir Suman

Music Arrangement: Suman Kalyan

কোথায় হাঁটব দু'জনে
পাশাপাশি হাত ধ'রে
যা কিছু সবুজ ছিল
কারা নিল লুট ক'রে

দু'জনের কিছু আছে কি
ফোটে ফুল চেনা গাছে কি
ধুলোয় ধুলোয় ম্লান
তবু দু'জনের গান

যৌবন চ'লে যায়
তবু যৌবন বাকি
ভালোবাসা গান গায়
এসো হাত ধ'রে থাকি

লুট ক'রে নিক সব
সবুজ রয়েছে বুকে
হেঁটে যাব পাশাপাশি
জীবনের সুখে-দুখে


Kabirkatha © 2024. All rights reserved.