Vocals: Armaan Siddiqui
Lyrics, Composition: Kabir Suman
Music Arrangement: Suman Kalyan
কোথায় হাঁটব দু'জনে
পাশাপাশি হাত ধ'রে
যা কিছু সবুজ ছিল
কারা নিল লুট ক'রে
দু'জনের কিছু আছে কি
ফোটে ফুল চেনা গাছে কি
ধুলোয় ধুলোয় ম্লান
তবু দু'জনের গান
যৌবন চ'লে যায়
তবু যৌবন বাকি
ভালোবাসা গান গায়
এসো হাত ধ'রে থাকি
লুট ক'রে নিক সব
সবুজ রয়েছে বুকে
হেঁটে যাব পাশাপাশি
জীবনের সুখে-দুখে