Ki Kore Bolbo

Lyric + Music + Song By Kabir Suman. Made in September, 2012. Recorded on 6 October, 2012.

কী ক'রে বলবো
 
কী ক'রে বলব আবার পড়েছি প্রেমে 
পুরোনো ঘড়িটা হঠাৎ গিয়েছে থেমে।
 
থমকে গিয়েছে কালের যাত্রা থমকে গিয়েছে নদী 
বৃথাই জীবন, বৃথা নিঃশ্বাস তাকে না পেলাম যদি।
 
বৃথা কাব্যের ব্যর্থ উপমা বৃথাই ইমন ডাকে 
ব্যর্থ বেহাগী রবীন্দ্রনাথ যদি না পেলাম তাকে।
 
ষাট পেরিয়েছি,সত্তর আসে মাস্তুল দেখি মরণের
পশ্চিমে শেষ রঙের ইশারা লাল পাড় বধূবরণের।
 
সেকি জানে দিন ফুরোনো এ গান বলতে না পারা কথা 
জানে কী কথা ও সুরের গভীরে অসহায় মৌনতা।।
 

Kabirkatha © 2024. All rights reserved.