Kothay Jabe Khelte

Singer - Asif Akbar

Lyric & Tune : Kabir Suman

Music Arrangements: Ujjal Sinha

কোথায় যাবে খেলতে
দুটি ডানা মেলতে
কোথায় যাবে উড়তে
হাত-পা একটু ছুঁড়তে

খেলার মাঠে বাড়ি
খেলার সঙ্গে আড়ি

রিয়েল এস্টেট গেল
শোবার ঘরে খেলো
ট্যাবের সঙ্গে খেলা
এই তো ছেলেবেলা

খেলার মাঠে বাড়ি
খেলার সঙ্গে আড়ি

উড়ছে ঘুড়ি দূরে
নীল আকাশের সুরে
ডাকছে আকাশ শোনো
শুনছেনা একজনও

খেলার মাঠে বাড়ি
খেলার সঙ্গে আড়ি

খেলার জায়গা নেই
ঘুড়িটা উড়বেই
তারই তালে তাল মিলিয়ে
আকাশটা ডাকবেই


Kabirkatha © 2024. All rights reserved.