Singer: Asif Akbar
Lyric & Composition: Kabir Suman
Music arrangement: Azmir Babu
লুকোনো মানিক
মামলা কি হয় ভালবাসা
নিবেদন করা কাকে কাকে
সাক্ষীসাবুদ কেউ নেই
দলিল করিনি মনটাকে।
প্রেমে পড়ি প্রেম আছে বলে
প্রেমিকের উকিল থাকে না
প্রেম মন্ত্রণালয় নেই
প্রেম নির্বাচন ডাকে না।
প্রেমে নেই দলীয় প্রার্থী
প্রেম নয় সাংবিধানিক
প্রেম চেনে দেহের আর্তি
হৃদয়ের লুকোনো মানিক।
প্রশ্নে-প্রশ্নে মরে প্রেম
কৈফিয়তের দিন এলে
বোঝা যায় বিয়েই হয়েছে
জ্যান্ত প্রেম'কে মেরে ফেলে।