Meghdoot Sms

Posted on Dec 24, 2014

মেঘদূত এস এম এস
 
আঙুলের ডগা ব্যথা 
যত রাজ্যের কথা
 
ল্যাটিন হরফে লেখা 
নতুন বাংলা শেখা
 
ভালোবাসি আজও কি 
ভালোবেসে লিখেছি
 
তোমাকেই সে শোনাই 
আবার তোমাকে চাই
 
কথাগুলো বড় যে 
সংক্ষেপে সহজে
 
লিখলে বুঝবে কি তা 
অদেখার পরিচিতা
 
ছোট ছোট অক্ষরে
চশমার চক্করে
 
ভুলভাল লেখা শেষ 
মেঘদূত এসএমএস।
 

Kabirkatha © 2024. All rights reserved.