Singer - Asif Akbar
Lyric & Tune : Kabir Suman
Music Arrangements: Ujjal Sinha
ফেরেনা হারানো দিনগুলো
পথে ওড়ে স্মরণের ধুলো...
যে ছিল কাছেই একদিন
তার মুখ স্মৃতিতে মলিন
মলিন স্মৃতির ফুলগুলো...
ফেলে আসা বিকেলের শেষে
অস্তরঙ আকাশে মেশে
কোথাও স্মৃতির রঙগুলো...
সময় কি চলেছে এগিয়ে
দুজনের স্মৃতিগুলো নিয়ে
হারিয়ে কি যাবে স্মৃতিগুলো...