Singer: Asif Akbar
Lyric & Tune: Kabir Suman
Music: Manam Ahmed
পরোয়া করিনি,পরোয়া করিনা
কতটুকু পাব,হারাব কী
পেয়েছি যতটা,ততটাই আমি
পরোয়া না ক'রে হারিয়েছি
মানিনা মানিনি ভাগ্য কখনও
কপাল-টপাল ফালতু সব
দখল করাই স্বভাব আমার
মানিনা কোনটা অসম্ভব
বাধা দেখলেই থেমে যাও
যারা পেছতেই চাও সাবধানে
তোমরা আমার সঙ্গী হবেনা
গলা মিলিওনা এই গানে
হেরে যেতে পারি দুনিয়াদারিতে
তবু পরাজয় রক্তে নেই
হেরেও জিতব,যেভাবেই হোক
বিজয় আমার অন্তরেই