Protishodh

Posted on April 29,2020 by Kabir Suman

প্রতিশোধ
 
বলেছ কি আল্লাহর কাছে সব 
পুড়ে যাওয়া শরীরের অনুভব 
তিন বছরের সিরিয়ার ছেলে 
সভ্যতা কাকে বলে টের পেলে।
 
কার বোমা তোমায় পোড়াল 
সবার ওপর সত্য সে 
তোমায় পুড়িয়ে দিয়ে বোঝাল 
বড় বিজ্ঞ, সভ্য মানুষ সে।
 
মরার আগে বলেছিলি তুই 
আল্লাহর কাছে সব বলবি বাপ 
মালিক শুনেছেন তোর কথা 
দেখ মানুষ কাকে বলে অভিশাপ।
 
বাল কিষণ আসে যায়, যায় আসে 
সত্যজিতের তৈরি আতশকাচ 
ভাষা শীষ দেয়, ভাসা করোনা আজ 
ফুসফুসে বিষ, প্রতিশোধের নাচ।
 
বলেছ কি আল্লাহর কাছে সব 
পুড়ে যাওয়া শরীরের অনুভব 
তিন বছরের সিরিয়ার ছেলে 
সভ্যতা কাকে বলে টের পেলে।
 
 

Kabirkatha © 2024. All rights reserved.