Ramprosad Er Jonyo

Posted on July 16, 2014 by Kabir Suman

Written over a week ago. Put to tune, arranged, recorded two days ago. Mixed on 16,07,2014

-Kabir Suman 

Song : Lyric : Music By : Kabir Suman

রামপ্রসাদের জন্য
 
দেহের মধ্যে সুজন যে জন 
তার ঘরেতে ঘর করেছি 
রামপ্রসাদের কথায় কবীর 
সুমন বলে গান ধরেছি।
 
সেন চাটুজ্যে অন্য রাজ্যে 
তোমার আমার দেশ আলাদা 
হাটবাজারের ধম্মো তোমার 
আমার বাংলা সুরেই বাঁধা।
 
সংস্কৃত ফার্সি জানতে 
আমি জানলাম ইংরিজিটা 
তোমার তারা আমার খোদা 
সুর আমাদের বাস্তুভিটা।
 
সিরাজ তোমার শ্রোতা ছিলেন 
আমার শ্রোতা চড়ুই শালিক 
ফুডুৎ ক'রে পালিয়ে যাওয়া 
ভালোবাসাই আমার মালিক।
 
এখন সবাই শাসক চেনে, 
জানে কোথায় পাল্লা ভারি 
গানের প্রসাদ গানের কবীর 
সুমন দু'জন বেসরকারি।
 
এই বয়সে খুঁজে বেড়াই 
দেহের মধ্যে সুজনটাকে 
খোদার কসম তারার কসম 
জন্মাব ফের তোমার ডাকে।।
 

Kabirkatha © 2024. All rights reserved.