R.S.S- এর গান
গায়ে মাখবে গোবর, মাথায় গরুর হিসি
RSS-এর মতে এটাই হিন্দু এবং দেশি।।
চাকরি ছেড়ে দাও মেয়েরা বাচ্চা মানুষ করো
হিন্দু রাষ্ট্র ওই তো এলো একটু ধৈর্য ধরো।।
Co education থাকবে না আর হিন্দুত্বর বারণ
একসাথে পাঠ দুশ্চরিত্র হবার আসল কারণ।।
Co education থাকবে না আর হিন্দুত্বর বারণ
একসাথে পাঠ Sexually নষ্ট হবার কারণ।।
গায়ে মাখবে গোবর, মাথায় গরুর হিসি
R.S.S-এর মতে এটাই হিন্দু এবং দেশি।
ছেলেদের স্কুল এইখানে তো মেয়েদের স্কুল দূরে
হিন্দুত্বয় পৌঁছানো চাই অনেক ঘুরে ঘুরে।।
মুসলমানের ঠাই হবে না বিজেপিদের দেশে
শূদ্র ভাগ্যে উচ্ছিষ্টইই জুটবে সবার শেষে।
'জাতপাতেই তো ফেরা উচিৎ' মনে করেন যারা,
আমরা যদি একজোট হই বিদেয় হবেন তাঁরা
'জাতপাতেই তো ফেরা উচিৎ' মনে করেন যারা,
আমরা যদি একজোট হই নিকেশ হবেন তাঁরা।