Rukhe Dao

Lyric + Song + Music and musical accompany By: Kabir Suman 

রুখে দাও
 
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে 
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
 
রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনা 
কবীরের ভিটেয় পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা 
রুখে দাও মৌলবাদের কুমন্ত্রণা বিশ্রী সুরে 
কাজী নজরুলের কসম তোমার স্বদেশ যাচ্ছে পুড়ে-
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
 
রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক 
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।। 
 
রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারীর রথের চাকা 
গুজরাট কাঁদছে আজও, অনেক বুকেই কান্না রাখা 
রুখে দাও কান্নাগুলো,শান্তি পাখি আসুক উড়ে 
শান্তির কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।। 
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
 
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে 
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
 

Kabirkatha © 2024. All rights reserved.