Selfie

সেলফি 

পাক খেতে খেতে সটান ওপরে আমার আসন 
এখানেই আমি, আমার দুনিয়া, আমার শাসন
শুরুতেও আমি, আমিই শেষে, শেষ যদি থাকে
মোদ্দা কথাটা সবাই আসলে দেখবে আমাকে

আর যারা আছে শস্য ফলায় খাওয়ায় আমায়
আমার শাসনে কেউ যেন কোনো ভাগ না বসায়
যদি বলো কাজ, হবোনা সলাজ, কোনও কাজ নেই
আমি বুঝি শুধু গ্যাঁট হয়ে ব'সে থাকা চেয়ারেই

যদি বলো আমি কোথাকার কোন হরিদাস পাল
সেলফির যুগে একা ছবি তুলে খুলেছি কপাল
আমিই তুলছি, নিজেকে তুলছি, ছবিতে ছবি
আমি আমি যুগে আমিই কবিতা, আমিই কবি

আমারই চেয়ারে কত-না পেয়ারে উঁচুতে বসা
হিংসে করছে সকলে আমায়, মরণদশা
একার তোলায় একার ছবিতে আমারই শাসন
সবার ওপরে সেলফি সত্য, বোকার আসন।


Kabirkatha © 2024. All rights reserved.