Sholo Bochhorer Chheletaake Khun

Lyric,Tune,Voice: Kabir Suman

ষোল বছরের ছেলেটাকে খুন 

ষোল বছরের ছেলেটাকে খুন 
করলে ক'জন মিলে
মুসলিম ব'লে এতটা ঘেন্না
ক'টা বুকে রেখেছিলে

ইমাম ইমদাতুল্লাহ রশিদী
ভারতের সম্মান
তার নামে হাত ধরাধরি করো 
হিন্দু মুসলমান

ছেলে হারানোর শোকের গভীরে
বাপের দীর্ঘশ্বাস
প্রতিশোধ নয়,ইসলাম দেয়
ঈশ্বর বিশ্বাস

সেই বিশ্বাসে ইমাম রশিদী 
এ গানের ভগবান...


সেই বিশ্বাসে ইমাম রশিদী 
সুমনের ভগবান
তার নামে হাত ধরাধরি করো 
হিন্দু মুসলমান


Kabirkatha © 2024. All rights reserved.