Singer: Asif Akbar
Lyric & Tune: Kabir Suman
Music: Ujjal Sinha
সুন্দরকেই মানি
পাহাড় থেকে মেঘ নামে
ঝর্না থেকে পানি
এই পৃথিবী আর কিছু না
সুন্দরকেই মানি
বৃষ্টি থেকে বৃষ্টি পড়ে
খুলবে বুঝি ছাতা
কোথায় গেল সুন্দরী সেই
পদ্য লেখার খাতা
কোথায় গেল কোন শ্রাবণের
বৃষ্টিভেজা কাশি
কাশতে কাশতে বলছি আমি
তোমায় ভালবাসি
হৃদয় থেকে গান নামে
বাংলা ভাষার গান
বাংলা ভাষায় গোসল
সেই ভাষাতেই স্নান