Shundorkei Maani

Singer: Asif Akbar

Lyric & Tune: Kabir Suman

Music: Ujjal Sinha

সুন্দরকেই মানি

পাহাড় থেকে মেঘ নামে
ঝর্না থেকে পানি
এই পৃথিবী আর কিছু না
সুন্দরকেই মানি

বৃষ্টি থেকে বৃষ্টি পড়ে
খুলবে বুঝি ছাতা
কোথায় গেল সুন্দরী সেই
পদ্য লেখার খাতা

কোথায় গেল কোন শ্রাবণের
বৃষ্টিভেজা কাশি
কাশতে কাশতে বলছি আমি
তোমায় ভালবাসি

হৃদয় থেকে গান নামে
বাংলা ভাষার গান
বাংলা ভাষায় গোসল
সেই ভাষাতেই স্নান


Kabirkatha © 2024. All rights reserved.