Syria R Chhele

Singer: Asif Akbar

Lyric & Composition: Kabir Suman

Music Arrangement: Shouquat Ali Imon

সিরিয়া'র ছেলে

তিন বছরের সেই সিরিয়া'র ছেলে 
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে।

কে তোমার আম্মা কে তোমার বাবা
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে?
তিন বছরের সেই সিরিয়া'র ছেলে।

কোথায় খেলতে তুমি ক'জনের সাথে
কারা হাত রেখেছিল তোমার দু'হাতে
কাকে বলে বিশ্বাস কাকে ভালবাসা
বুঝতে কি চেয়েছিলে বড়দের ভাষা?
কাকে বলে সভ্যতা জানতে কি পেলে?
তিন বছরের সেই সিরিয়া'র ছেলে।

আল্লাহ'কে চেয়েছিলে সব ব'লে দিতে
মানুষ কি চেয়েছিল সে খবর নিতে?
মানুষ যুদ্ধ করে আগুন জ্বালায়
মানুষই মেশায় বিষ ভাতের থালায়
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়া'র ছেলে


Kabirkatha © 2024. All rights reserved.