Violin

Song,music and lyric: Kabir Suman

 

Posted on April 17, 2013 by Kabir Suman

ভায়োলিন
 
সুদীপ্ত নেই বেহালা আছে ছড় টেনে যায় বাপের কান্না 
বড়ো গায়করা সরকারি তাই বাপের কান্না শুনতে পান না।
 
কতজন কত ধিক্কার দেন দিল্লিতে খুব জঘন্য কাজ 
আমিও বলছি ধিক্কার দিন রাজনীতি আজ গুন্ডা-স্বরাজ।
 
কিন্তু ছেলেটা মরল যখন কাকে দোষারোপ করল ওরা 
সরকারি রং বিবেকে মেখে শিল্পীরা হন বর্ণচোরা।
 
বাম আমলেও এরকমই ছিল সরকারি দিক আগলে রাখা 
জলসার ডাক তবলা বাজাক বাম তালে তালে শিল্পী থাকা।
 
পরিবর্তনে শিল্পীর হাতে চরণামৃত ভর্তি পেয়ালা 
নেত্রীচরণ ভজ তনুমন মান সম্মান খোয়ানো দেয়ালা।
 
 

Kabirkatha © 2024. All rights reserved.